ভবিষ্যৎ নির্মাণে সৌদি আরব চায় লাখ লাখ বাংলাদেশি কর্মী

সৌদি আরবের ভিশন–২০৩০ বাস্তবায়নে দক্ষ জনশক্তি পাঠিয়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। রিয়াদে চার দিনব্যাপী মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

তিনি বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতিবছর প্রায় ২০ লাখ নতুন কর্মী শ্রমবাজারে প্রবেশ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আরও জানান, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে দশ হাজারেরও বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তারা ২০২৫ সালের মধ্যে ৮.৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০.৯ মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তার ভাষায়, “আমাদের কর্মীরা শুধু শিল্প ও নির্মাণ ক্ষেত্রেই নয়; আইটি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন, লজিস্টিকস এবং পর্যটনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।”

বাংলাদেশ থেকে বর্তমানে দেড় কোটিরও বেশি কর্মী বিশ্বের ১৭০টিরও বেশি দেশে কাজ করছেন। রেমিট্যান্স পাঠিয়ে তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন তিনি।

এসময় সৌদি আরবের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশে তিনি বাংলাদেশ সফরের আহ্বান জানান, যাতে তারা এখানে প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করে মানবসম্পদ উন্নয়নে যৌথ বিনিয়োগের সুযোগগুলো দেখতে পারেন।

রিয়াদের এই আন্তর্জাতিক মানবসম্পদ মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ মোট ৮টি দেশের ৬৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেল—এ মেলায় অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

0
Show Comments (0) Hide Comments (0)
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts: