তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সিটি ব্যাংক ও ইউনিসেফের নতুন উদ্যোগ

বাংলাদেশের সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান ও উদ্যোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অংশীদারত্বে যুক্ত হয়েছে সিটি ব্যাংক ও ইউনিসেফ। সম্প্রতি সিটি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল খান, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অংশীদারত্বের মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল, বিশেষ করে বাগেরহাট জেলার তরুণ ও তরুণীরা, বাজারচাহিদা নির্ভর প্রশিক্ষণ, ক্যারিয়ার কোচিং এবং স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন। প্রকল্পটি বাস্তবভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্ব দেবে, যাতে পিছিয়ে থাকা তরুণ প্রজন্ম টেকসই জীবিকা গড়ে তুলতে পারে এবং জলবায়ু সহনশীল সম্প্রদায় গঠনে ভূমিকা রাখতে পারে।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন,

“প্রত্যেক শিশু ও তরুণের স্বপ্ন দেখার, শেখার ও বিকশিত হওয়ার অধিকার রয়েছে। সিটি ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব শুধু দক্ষতায় বিনিয়োগ নয়, এটি শিশুদের আশায় বিনিয়োগ।”

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন,

“ইউনিসেফ দীর্ঘদিন ধরে শিশু ও তরুণদের উন্নয়নে কাজ করছে। এই অর্থবহ অংশীদারত্ব তরুণদের, বিশেষ করে মেয়েদের, এমন দক্ষতা ও সুযোগ তৈরি করবে, যা তাদেরকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।”

এই সহযোগিতা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভর ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

0
Show Comments (0) Hide Comments (0)
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts: