বদলে গেলো ইতালির ভিসা নীতি

ইতালির ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে দেশটির সরকার। এই নতুন নীতি একদিকে যেমন শ্রমিকদের জন্য খুলে দিচ্ছে সহজ ও দ্রুত ভিসার পথ, অন্যদিকে প্রবাসীদের পারিবারিক পুনর্মিলনে বাড়ছে নতুন বাধা ও অপেক্ষার সময়। ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের বহু প্রবাসীর মনে তৈরি হয়েছে নতুন হিসাব-নিকাশ।

সম্প্রতি ইতালির পার্লামেন্টে লেগা–সমর্থিত দলের প্রস্তাবের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠের সমর্থনেই অনুমোদন পায় এই নতুন অভিবাসন নীতি। নীতিমালার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ফ্যামিলি রিইউনিয়ন ভিসায়।

নতুন নিয়ম অনুযায়ী, পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে ইতালিতে প্রবেশ করতে পারবেন শুধু বৈধ স্ত্রী বা স্বামী এবং ১৮ বছরের নিচে থাকা নাবালক সন্তানরা। আগে বাবা-মা কিংবা অন্য ঘনিষ্ঠ আত্মীয়দের আনার সুযোগ থাকলেও এখন থেকে সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া এই ভিসার নুলা ওস্তা বা অনুমোদনের সময়সীমাও বাড়ানো হয়েছে—আগের ৯০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন।

তবে শ্রমিকদের জন্য এসেছে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন। ভিসা প্রক্রিয়া করা হবে আরও সহজ, আরও দ্রুত। শ্রমিক ভিসার আবেদনকারীরা ৩০ দিনের মধ্যেই পাবেন নুলা ওস্তা। শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা—পড়াশোনা শেষ করে এক বছর পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ, যা পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে ২০২৭ সালের শেষ পর্যন্ত। মানবপাচার বা শ্রমশোষণের শিকার শ্রমিকদের সুরক্ষা বাড়িয়ে ৬ মাসের বদলে দেওয়া হবে ১২ মাসের বৈধতা।

এছাড়াও ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর কোটার বাইরে বিশেষ অনুমতিতে অতিরিক্ত ১০,০০০ বিদেশি শ্রমিক ইতালিতে প্রবেশ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, নতুন আইন সামগ্রিকভাবে আগের তুলনায় কঠিন। বিশেষ করে পারিবারিক পুনর্মিলনের সীমাবদ্ধতা প্রবাসীদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। তবে শ্রমিক ভিসার সুবিধা বাড়ায় ইতালিতে কাজ করতে আগ্রহীদের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

জানা গেছে, ইতালির এই নতুন ভিসা নীতি ২০২৬ সাল থেকে ধাপে ধাপে কার্যকর হবে।

Show Comments (0) Hide Comments (0)
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts: