পোশাকশিল্পে প্রযুক্তিনির্ভর দক্ষ কর্মশক্তি তৈরিতে সনদ দিচ্ছে সরকার

বাংলাদেশের পোশাকশিল্পে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বিজিএমইএ এবং সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম, এসআইসিআইপি। বৃহস্পতিবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ১১৭৫ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বিজিএমইএ ও এসআইসিআইপির যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পোশাকশিল্পের প্রযুক্তিগত পরিবর্তন ও চাহিদা অনুযায়ী বিশেষায়িত দক্ষতা অর্জন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ও এসআইসিআইপি–বিজিএমইএ প্রকল্পের চেয়ারপারসন মাহমুদ হাসান খান। তিনি হাতে হাতে সার্টিফিকেট তুলে দিয়ে প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান।

দ্বিতীয় সেশনে সার্টিফিকেট প্রদান করেন বিজিএমইএ সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান। সভাপতিত্ব করেন সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক রুমানা রশীদ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক মজুমদার আরিফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র অন্যান্য পরিচালক ও বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা।

প্রধান অতিথি মাহমুদ হাসান খান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা উন্নয়ন এখন অত্যন্ত জরুরি। পোশাকশিল্প এখন শুধুমাত্র মৌলিক উৎপাদনের উপর নির্ভর করছে না, বরং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থ্রিডি ডিজাইন, কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল প্রিন্টিংয়ের মতো আধুনিক প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান, শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ নির্মাণে ডিজিটাল রূপান্তরের চেঞ্জমেকার হবে।

প্রকল্প পরিচালক মজুমদার আরিফুর রহমান জানান, ২০২৪ সাল থেকে এই উদ্যোগের মাধ্যমে ১০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে ২০টি ট্রেনিং সেন্টারে ১২টি কোর্স পরিচালিত হচ্ছে। এ প্রোগ্রামটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় শিল্পখাতের দক্ষতা, প্রতিযোগিতাশীলতা ও উদ্ভাবন বৃদ্ধি করছে।

0
Show Comments (0) Hide Comments (0)
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts: