
ইউরোপের দেশ পর্তুগাল বিদেশি নাগরিকদের জন্য চালু করতে যাচ্ছে একদম নতুন ধরনের ভিসা — নাম ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’। এই নতুন কর্মসংস্থান ভিসা আসছে আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে।
দ্য পর্তুগাল নিউজের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস। নতুন এই উদ্যোগকে বিশ্লেষকরা বলছেন— দক্ষ বিদেশিদের জন্য পর্তুগালের শ্রমবাজারে বড় সুযোগের দরজা খুলে যাচ্ছে।
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এখন থেকে দেশটির কনস্যুলার অফিস, ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা সেন্টারগুলো আর পুরনো ক্যাটাগরির আবেদন নেবে না।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নতুন স্কিলড ওয়ার্ক ভিসার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন ও বিধি-নিষেধ চূড়ান্ত হওয়ার পর।
দ্য পর্তুগাল নিউজ আরও জানায়, এই নীতিগত পরিবর্তন আসছে দেশটির নতুন আইন “৬১/২০২৫” অনুযায়ী, যা ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা এই নতুন ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ, শুধু কাজ খোঁজার সুযোগই নয়, এবার পর্তুগাল চাইছে সত্যিকারের দক্ষ জনবল, যারা দেশটির অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।
এদিকে বর্তমানে সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন কখন শুরু হবে, আবেদন যোগ্যতা কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে।
বিশ্লেষকদের মতে, ইউরোপে কাজের নতুন সুযোগ খুঁজছেন যারা — তাদের জন্য এই ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ হতে পারে একটি গেম চেঞ্জার।
